আজকাল ওয়েবডেস্ক: সম্প্রতি মুক্তি পেয়েছে বিখ্যাত ওয়েব সিরিজ ‘পঞ্চায়েত’-এর চতুর্থ সিজন। সচিব—জি, বিনোদ, প্রধান-জি, রিঙ্কি চরিত্রগুলিকে ঘিরে বিভিন্ন পোস্টে ভরে গিয়েছে সোশ্যাল মিডিয়া। এরই মধ্যে আরও একটি পোস্ট রীতিমত ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। এক ব্যক্তি সম্প্রতি গিয়েছিলেন পঞ্চায়েত ওয়েব সিরিজের শুটিং লোকেশনে। সেই জায়গার বিভিন্ন ছবি তিনি তুলে ধরেছেন সোশ্যাল মিডিয়ায়। যা দেখে কৌতুহল বেড়েছে নেটিজেনদের মধ্যে। সাধারণ মানুষ ‘ফুলেরা’ গ্রামকে নিজেদের মতো করে সাজিয়ে নিয়েছেন। পঞ্চায়েত অফিস, ট্যাঙ্কি, সেই রাস্তা, শিবমন্দির সবকিছু নিয়েই পঞ্চায়েত জায়গা করে নিয়েছে মানুষের মনে।
তার মধ্যেই এই লোকেশনের কথা জানতে পেরেই অনেকেই পরিকল্পনা করছেন ঘুরে আসার। ওয়েব সিরিজে দেখানো হয়েছে যে ফুলেরা উত্তরপ্রদেশে অবস্থিত। কিন্তু বাস্তবের শুটিং লোকেশন আদৌ উত্তরপ্রদেশ নয়। বাস্তবের ‘ফুলেরা’ হল মধ্যপ্রদেশের সেহোর জেলার মাহোদিয়া গ্রাম। ইন্দোর থেকে এই গ্রামটি গাড়িতে প্রায় সাড়ি তিন ঘণ্টার রাস্তা। দূরত্ব প্রায় ১৫৪ কিলোমিটার। শুভেন্দু নামে এক ব্যক্তি তাঁর এক্স হ্যান্ডেলে একটি পোস্ট করেন। মজার বিষয় হল, তিনি আদৌ ওয়েব সিরিজই দেখেন না। তিনিই মজার ছলে মাহোদিয়া গ্রামে পৌঁছে নানা জায়গার ছবি তুলে পোস্ট করেন সোশ্যাল মিডিয়ায়। যা রীতিমত ভাইরাল হয়ে ওঠে।
The Panchayat Office
— Shubhendu (@BBTheorist)
—
Sachiv ji has left the office (and village) after scoring 97 percentile in CAT.
3/9 pic.twitter.com/3kI410pXjvTweet by @BBTheorist
পোস্ট করা একাধিক ছবির মধ্যে রয়েছে ‘গ্রাম পঞ্চায়েত মাহোদিয়া’ লেখা আসল পঞ্চায়েত অফিস। সেই বিখ্যাত রাস্তা, যা দেখে অনেকে মন্তব্য করেন এই রাস্তা ভোটে জিততে সাহায্য করে। গ্রামের মন্দির, লাইব্রেরি, ট্যাঙ্কি এবং সেই বিখ্যাত প্রধানজির বাড়িও দেখা গিয়েছে পোস্টে। রয়েছে স্থানীয় হাসপাতালের ছবিও। এর ক্যাপশনে শুভেন্দু লিখেছেন, ‘দ্য ব্যাটল অফ ফুলেরা ওয়াজ ফট হেয়ার’। একটি ছবির ক্যাপশনে লেখা হয়েছে, ‘এই রাস্তাই মানুষকে জেতাতে বা হারাতে পারে নির্বাচনে। আশাকরি নতুন বিধায়ক রাস্তা বানানোর টাকা বরাদ্দ করবেন’। শুভেন্দুর মজার ও বুদ্ধিদীপ্ত পোস্ট ইতিমধ্যেই ১০ লক্ষের বেশি ভিউ পেয়েছে এবং হাজার হাজার মন্তব্যে ভরে উঠেছে। দর্শকদের একাংশ মাহোদিয়াকে এখন পঞ্চায়েত-প্রেমীদের জন্য ‘ট্যুরিস্ট হটস্পট’ বলেই মানছেন।
